গ্রীসের স্পীকার আন্না পসারৌদা বেনাকির আমন্ত্রণে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাংকুও ২২ মে এথেসে পৌঁছে তাঁর চারদিনব্যাপী গ্রীসসফর শুরু করেছেন ।
বিমান বন্দরে উ পাওকুও তাঁর দেয়া এক ভাষণে চীন-গ্রীস সম্পর্কের উচ্চপর্যায়ের মূল্যায়ন করেন এবং এই বিশ্বাস প্রকাশ করেন যে ,এবারকার সফর সাফল্য অর্জন করবে ।
সফরকালে উ পাংকুও আলাদা আলাদাভাবে গ্রীসের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পীকারের সঙ্গে বৈঠক করবেন এবং "চীন-গ্রীস অর্থ-বাণিজ্য সহযোগিতা ফোরামের" উদ্বোধনী অনুষ্ঠান অংশগ্রহণ করবেন আর ভাষণ দেবেন ।
গ্রীস হচ্ছে উ পাংকুও 'র এবারকার ইউরোপ সফরের তৃতীয় ধাপ । এর আগে তিনি পরপর রোমানিয়া ও মল্দোভা সফর করেছেন । সবশেষে তিনি রাশিয়া সফর করবেন এবং মস্কোয় অনুষ্ঠিতব্য শাংহাই সহযোগিতা সংস্থার স্পীকারদের বৈঠকে অংশগ্রহণ করবেন ।
|