বৃটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ২২ মে বাগদাদ পৌঁছে ইরাকে ঝটিকা সফর শুরু করেছেন।
ইরাকের নতুন সরকার ২০ মে প্রতিষ্ঠার পর ব্লেয়ার হচ্ছেন সফররত প্রথম বিদেশী নেতা। ব্লেয়ারের একজন সফরসঙ্গী কর্মকর্তা বলেছেন, ব্লেয়ারের এবারকার সফরের উদ্দেশ্য হচ্ছে ইরাকের নতুন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করা। জানা গেছে, একই দিন রাতে ব্লেয়ার ইরাকের নতুন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে বৈঠক করবেন এবং সংবাদ সম্মেলনের আয়োজন করবেন।
বর্তমানে ইরাকের দক্ষিণাঞ্চলে প্রায় ৮০০০ ব্রিটিশ সৈন্য আছে। বৃটেনের অভ্যন্তরে ব্লেয়ার শক্তিশালী যুদ্ধ-বিরোধী চাপের সম্মুখীন হচ্ছেন। গত সপ্তাহে তিনি বলেছেন, ইরাকে মোতায়েন ব্রিটিশ বাহিনী যত তাড়াতাড়ি সম্ভব নিরাপত্তা রক্ষার কর্তব্য ইরাকের বাহিনীর কাছে হস্তান্তর করার প্রত্যাশা করছে।
|