৫৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২২ মে জেনিভায় উদ্বোধন হয়েছে । চীনের স্বাস্থ্যমন্ত্রী কাও ছিয়াং প্রতিনিধি দল নিয়ে সম্মেলনে অংশ নিচ্ছেন ।
সম্মেলনটিতে সংক্রামক সর্দিজ্বর প্রতিরোধ ও মোকাবেলা , পোলিও নির্মূল, এইডস নিয়ন্ত্রণ, বিশ্বায়ন প্রক্রিয়ায় স্বাস্থ্য রক্ষা জোরদার এবং খাবারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে । তাছাড়া ওষুধের পেটেন্ট ও দরিদ্র দেশের সস্তা ওষুধ পাওয়ার সম্পর্ক সমন্বিতকরার বিষয় নিয়েও আলোচনা করা হবে ।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলন হল ১৯২টি সদস্য নিয়ে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ ক্ষমতা সংস্থা । বছরে এক বার সম্মেলন হয় ।
|