বিশ্বে উত্তর পূর্বাঞ্চলীয়বাঘের বৃহত্তম প্রজনন ঘাটি চীনের হেইলুংচিয়াং প্রদেশের উত্তর পূর্বাঞ্চলীয় বাঘের বনে এ বছরে শতাধিক বাঘের জন্ম হবে বলে অনুমান করা হচ্ছে । এ নিয়ে বাঘ বনের উত্তরপূর্বাঞ্চলীয় বাঘের সংখ্যা ৭০০ ছাড়িয়ে যাবে ।
১৯৮৬ সালে হেইলুংচিয়াং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলীয়বাঘ বন প্রতিষ্ঠিত হয় । বাঘবনে বাঘের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গত বছর থেকে বনে উত্তর পূর্বাঞ্চলীয়বাঘের প্রজননের উত্তাল জোয়ার হয়েছে । বাঘের সংখ্যা বছরে ৩০ শতাংশ হারে বেড়ে চলেছে ।
উত্তর-পূর্বাঞ্চলীয়বাঘ সাইবেরিয়ান বাঘ নামেও পরিচিত । বিশ্বেএটাবিলুপ্ত প্রায় হয়েছে । এ প্রজাতির বাঘ প্রধানত উত্তর পূর্ব চীন ও রাশিয়ার সাইবেরিয়ায় বাস করে । বর্তমান চীনে উত্তরপূর্বাঞ্চলীয়বাঘের সংখ্যা এক হাজার ৩০০, এর অর্ধেক হেইলুংচিয়াং প্রদেশের উত্তর পূর্বাঞ্চলীয়বাঘ বনে থাকে ।
|