চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও চীন সফররত জার্মান প্রধানমন্ত্রী এন্জেলা মার্কেল ২২ মে পেইচিংয়ে চতুর্থ চীন-জার্মান হাই-টেক সংলাপ ফোরামে উপস্থিত ছিলেন। দু'পক্ষ একবাক্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করার আশা প্রকাশ করেছে।
ওয়েন চিয়া পাও বলেছেন, চীন জার্মানীর সঙ্গে শক্তি সম্পদ ক্ষেত্রে , বিশেষ করে শক্তি সম্পদের সাশ্রয় এবং নতুন শক্তি সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। চীন সার্বিকভাবে প্রশাসনিক দিক থেকে মেধাস্বত্বের সংরক্ষণ জোরদার করবে, মেধাস্বত্ব লঙ্ঘনকারীদের উপর ফৌজদারী আঘাত হানার মাত্রা আরো জোরদার করবে, চীনে বিভিন্ন দেশের পুঁজিবিনিয়োগকারীদের বৈধ স্বার্ধ ও অধিকার রক্ষা করবে।
হাই-টেক ক্ষেত্রে জার্মানী ও চীনের সহযোগিতার প্রতি মার্কেল সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জার্মানী লক্ষ্য করেছে যে, চীন মেধাস্বত্ব সংরক্ষণের উপর অধিক থেকে অধিকতর গুরুত্ব দিচ্ছে, ভবিষ্যতে দু'দেশ এই ক্ষেত্রের আলাপ-আলোচনা আরো জোরদার করবে। তা ছাড়া, দু'পক্ষ শক্তি সম্পদ, পরিবেশ সুরক্ষা, পরিবহন, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিষয়াদির সহযোগিতাও জোরদার করবে।
|