২১ মে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আসেফি বলেছেন, নিরাপত্তার প্রতিশ্রুতি না দিতে মার্কিন অস্বীকৃতি ইরানের ওপর কোনো প্রভাব ফেলবে না ।
একইদিন তেহরানে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেছেন, এর আগে যুক্তরাষ্ট্র তার কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নি ,এর জন্যে ইরান মনে করে , নিরাপত্তার প্রতিশ্রুতির কোনো তাত্পর্য নেই । এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, ই.ইউ. উত্থাপিত কোনো ব্যবস্থা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনা থেকে নিরত করবে না ।
২১ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রাইস সংবাদমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার প্রস্তাব গ্রহণকরবে না । এ পর্যন্ত ই.ইউ. যুক্তরাষ্ট্রের কাছে এই ধরণের প্রস্তাব দেয় নি ।
|