চীনের অর্থনৈতিক উন্নয়নের গতি স্থিতিশীল এবং বেশ দ্রুত। চলতি বছরের প্রথম তিন মাসে চীনের জি ডি পির মোট মূল্য গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১০ শতাংশেরও বেশি বেড়েছে। চীনের শহর আর গ্রামাঞ্চলে বিরাট পরিবর্তন ঘটছে। নতুন নতুন বাড়ি গড়ে উঠছে। পরিবেশের সঙ্গে গৃহনির্মাণ শিল্পের সমন্বিত উন্নয়নের জন্য এই শিল্পে শক্তি ও সম্পদ সাশ্রয় করার প্রচেষ্টা চলছে । চীনে সবুজ স্থাপত্য কার্যক্রম চালানো হচ্ছে।
বর্তমানে চীনে প্রতি বছর দেড় বিলিয়ন থেকে দুই বিলিয়ন বর্গমিটারের নতুন বাড়ি নির্মিত হয়। এখন থেকে ২০২০ সাল পর্যন্ত চীনে মোট ৩০ বিলিয়ন বর্গমিটারের নতুন বাড়ি নির্মাণ সম্পন্ন হবে। নির্মাণের এই পরিমাণ আর গতি বিশ্বের ইতিহাসে খুবই বিরল। কিন্তু গৃহনির্মাণে প্রচুর শক্তিসম্পদ খরচ হয় ।
শহরে আর গ্রামে পরিবেশের সঙ্গে গৃহনির্মাণ শিল্পের সমন্বিত উন্নয়ন বাস্তবায়নের জন্য চীন সরকার সবুজ স্থাপত্য নীতি প্রবর্তন করছে। অর্থাত্ জনগণের জন্য স্বাস্থ্যসম্মত , আরামদায়ক ও নিরাপদ বাসস্থান, কর্মস্থল আর খেলাধুলা ও বিনোদনের স্থান দেয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে কার্যকরভাবে শক্তি সাশ্রয় এবং সর্বাধিক মাত্রায় পরিবেশদূষণ কমানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। হাল্কা ও ছোট আকারের নির্মাণ সামগ্রি ব্যবহার করা হচ্ছে ,যাতে তা পরিবহণের সময়ে শক্তিসম্পদের খরচ কমানো যায় এবং ছোট গাড়ি দিয়েই পরিবহণ করা যায়। তা'ছাড়া বাথরুমে পানি সাশ্রয়ী শাওয়ার ট্যাপ আর কমোড ব্যবহার করা হচ্ছে। ঘরের বাইরে সৌর শক্তি সংগ্রহ এবং ছাদে বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা বসানো হয়। সম্প্রতি চীনের গৃহ নির্মাণ মন্ত্রী ওয়াং কুয়াংথাও বলেছেন, " চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের দীর্ঘমেয়াদী কর্মসূচিতে গৃহ নির্মাণে শক্তি সাশ্রয় এবং সবুজ স্থাপত্য হচ্ছে শহরের উন্নয়ন ও নগরায়ন সংক্রান্ত কাজকর্মের এক গুরুত্বপূর্ণ অংশ। শক্তিসাশ্রয়ের ভিত্তিতে নতুন বাড়ির ডিজাইন করা হবে এবং শক্তি সাশ্রয়ের জন্য ধাপে ধাপে পুরানো বাড়ির সংস্কার করা হবে। অনুমাণ করা হচ্ছে, ২০২০ সাল নাগাদ প্রতি বছরে ৪২০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুত্ এবং ২৬ কোটি টন কয়লা সাশ্রয় করা হবে এবং কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন গ্রীন হাউস গ্যাস নি:সরণের পরিমাণ ৮৪.৬ কোটি টন কমানো হবে।"
সবুজ স্থাপত্য উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চীন সরকার গৃহনির্মাণে শক্তি সাশ্রয়ের কতকগুলো মানদণ্ড প্রণয়ন ও জারী করেছে এবং দেশের বেশির ভাগ অঞ্চলে ৫০ লাখ বর্গমিটারের শক্তি সাশ্রয়ী স্থাপত্য প্রকল্প নির্মাণ করেছে। সরকার সক্রিয়ভাবে সবুজ স্থাপত্য প্রযুক্তির গবেষণা , উন্নয়ন ও জনপ্রিয়করণের কাজ সমর্থন করেছে । ফলে ব্যবহৃত পানি রি-সাইক্লিং এবং তাপ-সংরক্ষণকারী দেওয়াল প্রযুক্তি ইত্যাদি জনপ্রিয় করা হয়েছে।
পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনে এখন বাড়িঘরের মেঝের মোট আয়তন ৪০ বিলিয়ন বর্গমিটার, তার মধ্যে ১৩ বিলিয়ন বর্গমিটার বাড়িঘরের শক্তিসাশ্রয়মুখী সংস্কার করতে হবে । এই সংস্কার প্রকল্পে প্রতি বর্গমিটারে খরচ পড়বে ২৫ মার্কিন ডলার, দেশের মোট খরচ হবে ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার । এটা হবে ব্যবসার এক বিরাট সুযোগ। প্রচুর সংখ্যক কোম্পানি এই সবুজ স্থাপত্য প্রযুক্তি উন্নয়নে পুঁজি বিনিয়োগ করছে। সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত সবুজ নির্মাণ সামগ্রিমেলায় পেইচিংয়ের 'সবুজ কাঁচের দেওয়াল প্রযুক্তি কোম্পানির' সহকারী জেনারেল ম্যানেজার উ শুথিয়েন জানিয়েছেন, তাঁর কোম্পানির উত্পাদিত ' হিট মিরর ইন্সুলেটিং গ্লাস' খুবই কার্যকরভাবে শক্তি সাশ্রয় করতে পারে। তিনি বলেছেন, "' হিট মিরর ইন্সুলেটিং গ্লাসের' সুবিধা হলো তা শীতকালে গরম এবং গরমকালে ঠাণ্ডা। তা সারা বিশ্বের ভিন্ন ভিন্ন আবহাওয়ার অঞ্চলে ব্যবহারের উপযোগী। তার প্রয়োগ খুবই ব্যাপক। বাড়ির দেওয়াল, জানালা, দরজা ছাদ ইত্যাদিতে ব্যবহার করলে সূর্যের আলো সহজেই প্রবেশ করতে এবং কাজে লাগতে পারে।"
তিনি বলেছেন,' হিট মিরর ইন্সুলেটিং গ্লাস' কার্যকরভাবে শক্তির ক্ষয় এড়াতে পারে , ফলে গরমকালে এয়ারকণ্ডিশনিং আর শীতকালে হিটিং ব্যবস্থায় ব্যবহৃত বিদ্যুত্ বাঁচানো যায়। তাতে পরিবেশ দুষণও খুবই কম। সারা বিশ্বে নামকরা স্থাপত্যে ও বড় বড় ইমারতে ১০ কোটি বর্গমিটারেরও বেশি ' হিট মিরর ইন্সুলেটিং গ্লাস' ব্যবহার করা হয়েছে।
চীনের সবুজ নির্মাণ সামগ্রীর বাজার উন্নয়নের বিরাট সম্ভাবনা , তা স্থাপত্যের শক্তি সাশ্রয় ক্ষেত্রের বহু আন্তর্জাতিক কোম্পানি ও ব্যবসায়ীদের মনোযোগ আকৃষ্ট করেছে। বিশ্ববিখ্যাত শক্তি সাশ্রয় প্রযুক্তি কোম্পানি ডেলমাটিক কোম্পানির একটি শাখা কোম্পানির জেনারেল ম্যানেজার স্টিফেন উডনাট বলেছেন, " চীনের সবুজ নির্মাণ সামগ্রীর বাজার খুবই আকর্ষণীয়, আমাদের সরবরাহ করা আলোক ব্যবস্থা ব্যাপকভাবে পাবলিক, বাণিজ্যিক ও বেসরকারী ভবনে ব্যবহার করা যায়। এই ব্যবস্থা যেমন নতুন বাড়িতে লাগানো যায়, তেমনি পুরানো বাড়ির সংস্কার প্রকল্পেও ব্যবহার করা যায়। "
সবুজ স্থাপত্য উন্নয়ন এবং বাড়ি নির্মাণে শক্তি সাশ্রয়ের ক্ষেত্রে চীন সক্রিয়ভাবে আন্তর্জাতিক সহযোগিতা চালায় এবং আন্তর্জাতিক উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা শিখবার চেষ্টা করে। চীনের পুরানো ভবনের শক্তি সাশ্রয়মুখী সংস্কার প্রকল্পে জার্মানি সরকারের দান করা ৫০ লাখ ইউরো ব্যবহার করা হয়। প্রকল্পটির কাজ ইতিমধ্যেই হোপেই প্রদেশের থাংশান শহরে শুরু হয়েছে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো বাড়ির দেওয়াল, দরজা, জানালা আর ছাদ ইত্যাদি কাঠামো এবং তাপ সরবরাহ ব্যবস্থা সংস্কারের মাধ্যমে বাড়ির শক্তি সাশ্রয়ী সামর্থ্য বাড়িয়ে দেয়া। সম্প্রতি চীনের গৃহ নির্মাণ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ইউনাইটেড টেক্নলোজিস কর্পোরেশনের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, দুপক্ষ মিলিতভাবে সবুজ স্থাপত্য প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন এবং শক্তি সাশ্রয়ের অভিজ্ঞতা ব্যাপকভাবে প্রচলন করবে।
|