v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-22 16:07:56    
২২ মে

cri

    ফ্যাসিবাদী জার্মানী ইতালি মিত্র চুক্তি স্বাক্ষরিত

১৯৩৯ সালের ২২ মে জার্মানী আর ইতালী এ দুটো ফ্যাসিবাদী শক্তির মধ্যে দশ বছর মেয়াদী মিত্র চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্পষ্টভাবে ঘোষণা করা হয় যে গোটা ইউরোপের সংস্কারেরলক্ষ্যে রাজনীতি, অর্থনীতি আর সামরিক ক্ষেত্রে দু'দেশ ঐক্যবদ্ধ হবে। দু'দেশের উন্নতি আর ' সারা বিশ্বের ন্যায়সঙ্গত শান্তির' জন্যে দু'দেশ আত্মনিয়োগ করার দৃঢ়বংকল্প নেবে। দু'দেশের দুই শীর্ষ নেতা এই চুক্তিতে সই করেন।

  

       আফ্রিকার ঐক্য সংস্থা প্রতিষ্ঠিত

১৯৬৩ সালের ২২ থেকে ২৬ মে পযর্ন্ত ৩১টি আফ্রিকান দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আফ্রিকার ঐক্য সংস্থা প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। সম্মেলনে ' আফ্রিকান ঐক্য সংস্থার সনদ ' প্রভৃতি প্রস্তাব অনুমোদিত হয়। এই সনদে ঘোষণা করা হয় যে, আফ্রিকান দেশগুলোর কষ্টার্জিতস্বাধীনতা আর ভূভাগীয় অখন্ডতা রক্ষা এবং নানা ধরনের উপনিবেশের বিরোধীতা করতে হবে। ' আফ্রিকা ঐক্য সংস্থার ' লক্ষ্য ছিল ' আফ্রিকান দেশগুলোর একায়ান আর ঐক্য ত্বরান্বিত করা, এ সব দেশের মধ্যকার সহযোগিতা সমান্বিত করা , এ সব দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের সাবর্ভৌমত্ব আর ভূভাগীয় অখন্ডতা রক্ষা করা।

  

         যুক্তরাষ্ট্রের যুদ্ধ-বিরোধী ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় দখল

১৯৬৯ সালের ২২ মে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গার ছাত্র-ছাত্রীরা কয়েকটি বিশ্ববিদ্যালয় দখল করে নেয়। তারা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ব্যাপকভাবে সামিল থাকার দাবি জানায়। এই ঘটনায় অনেক ছাত্র-ছাত্রীকে গ্রেফতার করা হয়।

    উত্তর-দক্ষিণইয়েমেন ঐক্যবদ্ধ হয়

১৯৯০ সালের ২২ মে দক্ষিণ আর উত্তর ইয়েমেন আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হবার ফলশ্রুতিতে ইয়েমেন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অতীতে ও ও দুটি অংশ একই একটি দেশ ছিল।

    রাশিয়ার সাহলিন দ্বীপের উত্তরাঞ্চলে প্রবল ভূমিকম্প ঘটে

১৯৯৫ সালের ২২ মে রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চলের সাহলিন দ্বীপের উত্তরাঞ্চলে প্রবল ভমিকম্প ঘটে। একটি সূত্রে জানা গেছে ২৩০টি তেল ক্ষেত্র ,৪৫ কিলোমিটার দীর্ঘ তেল পাইপ-লাইন এবং ১১টি তেল সরহরাহ কেন্দ্র এই ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্তহয়। তা ছাড়া বিপূল সংখ্যক মানুষের হতাহত হয়।

    জাপান-মার্কিন নিরাপত্তা-ছাতার নীচে তাইওয়ান অন্তভূর্ক্ত

১৯৯৮ সালের ২২ মে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ব্যুর্রোর মহা পরিচালক বলেন, জাপান আর যুক্তরাষ্ট্রের যৌথ নিরাপত্তা ছাতার আওতায় তাইওয়ান অন্তর্ভূক্ত।