২১ মে রাতে ইসলামাবাদে চীনা দূতাবাস দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫৫তম বার্ষিকী উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান উদযাপন করেছে।
পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান মিঞা মোহাম্মদ সোমরো, পররাষ্ট্রমন্ত্রী খুর্শিদ মাহমুদ কাসুরি এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ মোট ৬০০জন অভ্যর্থনায় অংশ নিয়েছেন।
কাসুরি ভাষণ দেয়ার সময়ে বলেছেন, পাকিস্তান-চীন সম্পর্ক হলো দীর্ঘকালীণ সময়ের মধ্যে গঠিত বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী সম্পর্ক। আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন হলেও দু'দেশ সম্পর্ক সুসংবদ্ধ রেখেছে, ভিন্ন সামাজিক ব্যবস্থার সহাবস্থানের নমুনা সৃষ্টি করেছে।
কাসুরি বলেছেন, দ্বিপাক্ষিক ঐতিহ্যিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সম্প্রসারিত করা উচিত। দু'পক্ষ সহযোগিতা আরো সম্প্রসারণ করে ২১ শতাব্দীতে প্রকৌশল সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক উন্নয়ন করার জন্য প্রচেষ্টা চালানো উচিত।
|