২১ মে নাইজেরিয়া সরকার আট রাষ্ট্র গোষ্ঠীর (জি-৮) প্রতি আফ্রিকান দেশগুলোকে অর্থনৈতিক সাহায্য দেওয়া এবং সহগ্রাব্দ উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছে।
আবুজায় অনুষ্ঠিত "উন্নয়ন সাহায্য, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন" নামক একটি সম্মেলনে নাইজেরিয়ার অর্থমন্ত্রী নগজি ওকোনজো-ইওয়েআলা বলেছেন, যদি উন্নত দেশগুলো আফ্রিকান দেশগুলোকে সাহায্য দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে নতুন সহগ্রাব্দ উন্নয়ন লক্ষ্য বহু আফ্রিকান দেশে বাস্তবয়িত হবে না।
তিনি বলেছেন, ২০০৫ সাল জি-৮ শীর্ষ সম্মেলনের পর, উন্নত দেশগুলো ২০১০ সাল পর্যন্ত আফ্রিকান দেশগুলোকে আরো ২৫ বিলিয়ন ডলারের সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি, মোট ৫০ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি অর্থ প্রদানে কোনো অগ্রগতি হয় নি। তিনি বলেছেন, আফ্রিকার অর্থনীতির উন্নয়ন সাহায্য দরকার, সেজন্যে উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি যথাশীঘ্র বাস্তবায়ন করা উচিত।
|