২১ মে কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ কুয়েত সিটিতে বলেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ(জিসিসি) তেহরানে একটি যৌথ প্রতিনিধি দল পাঠাবে, যাতে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার(আইএইএ) সঙ্গে সহযোগিতায় রাজী করানো যায়।
একই দিন শেখ মোহাম্মদ ও সফররত জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদের সবগুলো সদস্য দেশ ইরানের পরমাণু সমস্যায় উদ্বিগ্ন। ইরানের সঙ্গে পরমাণু সমস্যার গুরুত্ব নিয়ে মতবিনিময় করার জন্যে এ প্রতিনিধি দল পাঠাবে।
ফ্রান্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার জোর দিয়ে বলেছেন, ইরান সরকার এখনো তার পরমাণু প্রকল্প উন্নয়ন করার অপচেষ্টা প্রকাশ করে নি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও আন্তর্জাতিক সমাজের কাছে তা খোলাখুলি প্রকাশ করা উচিত। জার্মানী অব্যাহতভাবে ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে প্রয়াস চালাবে, যাতে ইরানের পরমাণু সমস্যা প্রশমিত করা যায়। ইরানসহ বিভিন্ন পক্ষের উচিত নমনীয় মনোভাব প্রকাশ করা।
|