২১ মে চীনের সমুদ্র ত্রান কেন্দ্র সূত্রে জানা গেছে , চীন তুংসা সমুদ্রের জলসীমায় সাফল্যের সঙ্গে ভিয়েতনামের ১৫টি মত্সশিকারী জাহাজের ৩৩০জন জেলেকে উদ্ধার করেছে । অনুসন্ধান ও ত্রাণ কাজ এখনো চলছে ।
১৯ মে চীনের সমুদ্র ত্রাণ কেন্দ্র ভিয়েতনামস্থ চীনা দূতাবাসের এক জরুরী বার্তা পেয়েছে । এতে বলা হয় যে , ভিয়েত্নামের ২২টি মত্সশিকারী জাহাজের কয়েকশ' জেলে তুংসা দ্বীপের আশেপাশে জলসীমায় ঝড়ের কবলে পড়ে ভিয়েত্নামের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন বলে ভিয়েত্নাম সরকার চীন সরকারের কাছে ঘটনাস্থলে জরুরী উদ্ধার চালানোর অনুরোধ জানায় । বার্তা পাবার অব্যবহিত পরেই চীনের সমুদ্র ত্রাণ কেন্দ্র ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ পাঠায় ।
জানা গেছে , ২১ মে দুপুর ১১ টায় চীনের বিশেষ উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের আশেপাশে ভিয়েত্নামের ২১টি মত্সশিকারী জাহাজের অনুসন্ধান পেয়েছে এবং তেল , পাণীয় জল ও খাবার শেষ হয়ে যাওয়া কয়েকটি জাহাজ ও জেলেদেরকে উদ্ধার করে ।
|