মলদোভার স্পীকার মারিয়েন লুপু ২০ মে চিসিনাউতে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাংকোর সঙ্গে বৈঠক করেছেন । দুপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক , সাংসদদের সফর বিনিময় এবং অভিন্ন স্বার্থজড়িত সমস্যা নিয়ে ব্যাপক মতৈক্যহয়েছে ।
উ পাংকো চীন ও মলদোভার মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ১৪ বছরে দুদেশের সম্পর্ক উন্নয়নের উচ্চ মূল্যায়ণ করেছেন এবং চীনের জাতীয় গণ কংগ্রেসের কাছে মলদোভার সংসদের সঙ্গেউচ্চস্তরের সফরবিনিময় বজায় রাখা , বিভিন্ন স্তরের বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান সম্প্রসারণ করা , আইন প্রণয়ন ও তত্ত্বাবধান প্রভৃতি ক্ষেত্রে মত বিনিময় করা , বিভিন্ন ক্ষেত্রের বাস্তবনিষ্ঠ সহযোগিতা ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংসদীয় সংস্থার মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার প্রস্তাবকরেছেন ।
লুপু আবার ঘোষণা করেছেন যে , মলদোভা দৃঢ়তার সঙ্গে এক চীন নীতিতে অটল থাকবে । তিনি বলেছেন , মলদোভা চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে আগ্রহী , মলদোভা চীনের সঙ্গে মিলে সক্রিয়ভাবে দুদেশের সংসদের মধ্যেকার আদানপ্রদান ও সহযোগিতা সম্প্রসারিত করতে ইচ্ছুক ।
|