চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক পূঁজি বিভাগের পরিচালক লি চিছুন ২০মে উত্তর পশ্চিম চীনের সিআন শহরে বলেছেন , চীন অব্যাহতভাবে বৈদেশিক অর্থবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান ও অর্থবিনিয়োগকারীদের বৈধ অধিকার রক্ষা করবে ।
এক প্রাসঙ্গিক ফোরামে তিনি বলেছেন , চীন অনবরতভাবে বৈদেশিক অর্থনীতির কাঠামোর সংস্কার গভীরতর করবে , বৈদেশিক অর্থবিনিয়োগে শিল্প্রোতিষ্ঠান প্রতিষ্ঠায়উত্সাহ দানের প্রতিটি নীতির স্থিতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহতভাবে বজায় রাখবে , বৈদেশিক অর্থবিনিয়োগের আইনগত কাঠামোর ভিত্তিতে বিদেশী অর্থবিনিয়োগ অনুমোদনের কাজ সহজতর করবে , মেধাস্বত্ব রক্ষার কাজ জোরদার করবে এবং আইন আনুযায়ী বৈদেশিক অর্থবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানও বিদেশী অর্থবিনিয়োগকারীদের বৈধ অধিকার রক্ষা করবে ।
অর্থনীতির বিশ্বায়নযেমন চীনের উন্নয়ন তরান্বিত করেছে তেমনি বিশ্বের বিভিন্ন দেশের জন্যে আরও বেশি অর্থবিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে । এখন চীনে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চল অর্থবিনিয়োগ করেছে ।
|