সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশঃ ২১ মে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুসারাফ পরষ্পরকে অভিনন্দন তারবার্তা পাঠিয়ে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী আন্তরিকভাবে উদযাপন করেছেন।
হু চিন থাও তাঁর অভিনন্দন তারবার্তায় বলেছেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ৫৫ বছরে, শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে, দু'দেশের সার্বক্ষনিক মৈত্রী গড়ে ওঠেছে, সর্বমুখী সহযোগিতা চলেছে। ফলে দু'দেশের জনগণ সুনির্দিষ্ট কল্যাণ পেয়েছে এবং অঞ্চল ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যে ইতিবাচক অবদান রাখা হয়েছে। চীন-পাকিস্তান সম্পর্ক উন্নয়নমুখী দেশ ও নিকটবর্তী দেশের সম্পর্কের আদর্শ। চীন পাকিস্তানের সঙ্গে নতুন শতাব্দীতে চীন-পাকিস্তান রণনৈতিক অংশীদারি সম্পর্ক আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে ইচ্ছুক।
তাঁর অভিনন্দন তারবার্তায় মুসারাফ বলেছেন, দু'দেশের জনগণের মধ্যে হাজারাধিক বছরের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ৫৫ বছরে, দু'দেশের সার্বক্ষনিক মৈত্রী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাকিস্তান চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহতভাবে নতুন পর্যায়ে উন্নীত করবে।
|