সিনহুয়া বার্তা সংস্থার ২১ তারিখের খবরে প্রকাশঃ চীনের সিনচিয়াংয়ের কাশি শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, চীন সিনচিয়াংয়ের কাশিকে কেন্দ্রস্থল হিসেবে নিয়ে, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়াসহ নিকটবর্তী দেশগুলোর সঙ্গে আরো বিস্তৃত ও দ্রুত বৈদেশিক বাণিজ্য চালাবে।
কাশি শুল্ক বিভাগ বলেছে, কাশি হচ্ছে পশ্চিম চীনের উন্মুক্ততার তোরণ এবং মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এমনকি ইউরোপে প্রবেশ করার আন্তর্জাতিক চ্যানেল। বর্তমানে চীন পর পর কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান এই পাঁচটি দেশের সরকারের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা চুক্তি ও পুঁজি বিনিয়োগ সংরক্ষণ চুক্তি স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্য আইনের কাঠামো মৌলিকভাবে গড়ে ওঠেছে এবং দিন দিন পূর্ণাঙ্গ হচ্ছে। ফলে সিনচিয়াং ও নিকটবর্তী দেশের বৈদেশিক আর্থ-বাণিজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে।
|