২০ মে মিসরের প্রেসিডেন্ট হুসনি মোবারাক মধ্য প্রাচ্যেরদেশগুলোর উদ্দেশ্যে হাতেহাত মিলিয়ে আঞ্চলিক শান্তি ও সম্মিলিত নিরাপত্তা জোরদার করার আহবান জানিয়েছেন ।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের মধ্যপ্রাচ্য সম্মেলন একই দিন মিসরের শার্ম আল শেখ শহরে উদ্বোধন হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে মোবারাক বলেছেন , অর্থনীতির বিশ্বায়নের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য অঞ্চল অন্যান্য দেশের মতো সন্ত্রাসীতত্পরতা ও গণ বিধ্বংসী অস্ত্রশস্ত্রেরবিস্তারের হুমকী সহ বিরাট চ্যালেন্জের সম্মুখীন হয়েছে । সক্রিয়ভাবে বহুপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়াদির গণতন্ত্রায়ন ত্বরান্বিত করলেই কেবল সম্মিলিতনিরাপত্তা ও শান্তি জোরদার হতে পারবে ।
মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর সংস্কার সম্পর্কে মোবারাক বলেছেন , মধ্যপ্রাচ্যেরদেশগুলোর সংস্কারপ্রক্রিয়া সাবধানে ও ধাপেধাপে চালানো দরকার । তাড়াহুড়া ও অপ্রস্তুত থাকলে আঞ্চলিক পরিস্থিতি গোলযোগপূর্ণ হবে এবং সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে ।
|