চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের ২১ মে প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে , চলতি বছরের এপ্রিল মাসের শেষ নাগাদ গোটা চীনের মোবাইলফোন ব্যবহারকারীদের সংখ্যা ৪১.৬ কোটি ছাড়িয়েছে , অর্থাত ৩০ শতাংশ চীনারা এখন মোবাইল ফোনের গ্রাহক।
পরবর্তনশীল তথ্য শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গেমোবাইল ফোনের মাধ্যমে চীনের তথ্য বিনিময় অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে । পরিসংখ্যান থেকে জানা যায় , এ বছরের প্রথম চার মাসে গোটা চীনে মোবাইলফোনের মাধ্যমে ১৩০ বিলিয়ন তথ্য বিনিময় হয়েছে । গত বছরের অনুরুপ সময়ের তুলনায় এটা ৫০ শতাংশ বেশি ।
১৯৮৭ সালে চীন আমদানীকৃত সাজসরন্জামের মাধ্যমে মোবাইল ফোনের পরিসেবা কাজ শুরু করে । ২০০১ সালে চীনের মোবাইল ফোনের গ্রহক সংখ্যা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ।
|