সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশঃ ২০ মে কুয়েত সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোত্তাকি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থা সহ অন্যান্য সংস্থার পদ্ধতি পরমাণু সমস্যার সমাধানের রাজনৈতিক মনোভাব থাকলে, ইরান এই মনোভাবে সায় দেবে ও গ্রহণ করবে।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেইখ্ মোহামেদ আল-সাবাহর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে মোত্তাকি বলেন, তিনি কুয়েতের নেতাদের কাছে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি অবহিত করেছেন । তিনি বলেন, ইরানের নিজের পরমাণু পরিকল্পনা উন্নয়নের অধিকার আছে। এই প্রশ্নে ইরানের অধিষ্ঠান হচ্ছে সকল পক্ষের গ্রহণযোগ্য, সার্বিক পরিকল্পনা খুঁজে বের করা এবং এই সমস্যায় কিছু দেশের আশংকা ও উত্কন্ঠা ধাপে ধাপে দূর করা।
|