২০ মে তুংসা সমুদ্রের জলসীমায় চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের দক্ষিণ সমুদ্র ত্রাণ ব্যুরোর এক উদ্ধারকারী জাহাজ জরুরীভাবে ভিয়েত্নামের এক মত্সশিকারী জাহাজকে উদ্ধার করেছে । ফলে ভিয়েত্নামের ৯৭জন জেলের প্রাণ রক্ষা পেয়েছে ।
১৯ মে ভিয়েত্নামস্থ চীনা দূতাবাসের কাছে পাঠানো ভিয়েত্নামের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক নোটে বলা হয়েছে , ভিয়েত্নামের ৩৫৬জন জেলে সহ ৩২টি মত্সশিকারী জাহাজ চীনের তুংসা সমুদ্রের জলসীমায় ডুবে যাবার প্রাক্কালে চীনের কাছে সাহায্যের আবেদন জানায় । চীনের উদ্ধারকারী জাহাজ জরুরীভাবে ঘটনাস্থলে গিয়ে ২০ মে সকালে পরপর জ্বালানী তেল ও পানীয় জল শেষ হওয়ায় তিনটি নিয়ন্ত্রণ হারানো ভিয়েত্নামী মত্সশিকারী জাহাজকে জরুরীভাবে উদ্ধারকরেছে । এই তিনটি জাহাজে ৯৭জন জেলে এবং ১৮ লাশ পাওয়া যায় । ত্রাণকাজ এখনো চলছে ।
|