সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশঃ ১৯ মে কোটেডিভার শান্তি প্রক্রিয়া তত্ত্বাবধান বিষয়ক আন্তর্জাতিক কর্মগ্রুপ কোটেডিভার প্রশাসনিক রাজধানী আবিদজানে সম্মেলনের পর প্রকাশিত ইস্তাহারে কোটেডিভার উদ্দেশ্যে শান্তি প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছে, যাতে কোটেডিভা যত তাড়াতাড়ি সম্ভব তিন বছরের বেশী রাজনৈতিক ও সামরিক সংকট থেকে মুক্ত হতে পারে ।
ইস্তাহারে বলা হয়েছে, ১৮ মে কোটেডিভা সরকার আনুষ্ঠানিকভাবে অধিবাসীদের সামাজিক মর্যাদার প্রাথমিক নিরূপণের কাজ শুরু করেছে। আন্তর্জাতিক কর্মগ্রুপতাকে স্বাগত জানিয়েছে এবং কোটেডিভা সরকারের উদ্দেশ্যে এই প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছে। এর সঙ্গে সঙ্গে কোটেডিভায় বিবাদমান দু'পক্ষই অস্ত্রত্যাগ চুক্তি বাস্তবায়নের জন্য সার্বিক চেষ্টা করছে বলে আন্তর্জাতিক কর্মগ্রুপস্বীকৃতি দিয়েছে এবং দু'পক্ষের উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব গত জুলাই স্বাক্ষরিত অস্ত্রত্যাগ চুক্তি বাস্তবায়নের সময়সূচী পালন করার আহ্বান জানিয়েছে, যাতে পূর্বনির্ধারিত সময়ে বৈধ, স্বচ্ছ ও প্রকাশ্য প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা যায় এবং স্থায়ী শান্তি বাস্তবায়ন করা যায়।
|