চীনের ইয়াংসি নদীর তিনগিরিখাতের বড় জলাধারের চূড়ান্ত অংশের কন্ক্রীটের কাজ ২০ মে সম্পন্ন হয়েছে । তিনগিরিখাত প্রকল্পের প্রধান নির্মান কাজ অর্থাত তিনগিরিখাতের বড় জলাধারের প্রধান প্রকল্প পুরোপুরি সম্পন্ন হয়েছে ।
তিনগিরিখাত প্রকল্প মধ্য চীনের হুপেই প্রদেশের ইছাং শহরে অবস্থিত । এটা বিশ্বের বৃহত্তম মূল জলাধার প্রকল্প । প্রকল্পটি বন্যা রোধ , বিদ্যুত উত্পাদন ও নৌচলাচল উন্নয়ন করতে সক্ষম এক প্রকল্প । তিনগিরিখাতের বড় জলাধার বিশ্বের বৃহত্তম রি -ইনফোর্সড কন্ক্রীট জলাধার । তার উচ্চতা ১৮৫ মিটার , মোট দৈঘ্য হল ২৩০০ মিটার ।
চীনের প্রকৌশল একাডেমীর একাডেমিশিয়ান, তিনগিরিখাত প্রকল্পের পরীক্ষা বিশেষজ্ঞ গ্রুপের নেতা পাং চিয়াচেন বলেছেন , জলাধারটি এক উচ্চ গুণমানসম্পন্ননিরাপদ জলাধার । শুধু জলাধার নয় , তিনগিরিখাত প্রকল্পের প্রতিটি শাখা প্রকল্পের গুণমাণও অত্যন্ত ভাল । লক্ষ লক্ষ তথ্য থেকে প্রমাণিত হয়েছে যে , তিনগিরিখাত প্রকল্পটির যাবতীয় নির্মাণ, সাজসরন্জাম ও মাটির ভিত্তি সবই স্বাভাবিক ও নিরাপদ এবং নিয়ন্ত্রণে রয়েছে ।
|