সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশঃ ১৯ মে দিনব্যাপী ত্রয়োদশ মধ্য-ইউরোপীয় শীর্ষ সম্মেলন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হয়েছে। মধ্য ইউরোপের ১৩টি দেশের রাষ্ট্র প্রধানরা সম্মেলনে অংশ নিয়েছেন।
সম্মেলন শেষে এক তথ্যজ্ঞাপন সভায় অংশগ্রহণকারী নেতারা বুলগেরিয়া ও রোমানিয়ার ইইউভূক্তির প্রতি সমর্থনের বিষয়ে একমত হয়েছেন। তাঁরা মনে করেন, ইউরোপের একায়নের বিরাট সম্ভাবনা আছে । তাঁরা বলেছেন, মধ্য ইউরোপ ও গোটা ইউরোপের ভবিষ্যত সম্পৃক্ত হবে ।
বুলগেরিয়ার প্রেসিডেন্ট জিওর্জি পার্ভানোভ্ বলেছেন, স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধ অর্থনীতি প্রতিষ্ঠা মধ্য ইউরোপের সামগ্রিক লক্ষ্য।
অংশগ্রহণকারী নেতারা শক্তিসম্পদের নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিবারণের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রশ্নেও আলোচনা করেছেন।
|