তুমুল তর্কবিতর্কের পর মার্কিন সেনেটে ১৮ মে ভোটের মাধ্যমে ইংরেজীকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের একটি সংশোধিত বিল পাশ হয়েছে ।
এই বিলে লিপিবদ্ধ করা হয়েছে , আইনসম্মত ব্যক্তিবিশেষ ছাড়া ভবিষ্যতে কোনো লোক ফেডারেশনের দলিলপত্রে বা পরিসেবায় ইংরেজী বাদে অন্য ভাষা ব্যবহার করতে পারবেন না । বিলে সরকারের কাছে প্রচলিত আইন লংঘন না করার অবস্থায় ইংরেজীর ভূমিকা রক্ষা ও উন্নত করার অনুরোধ জানানো হয় ।
এই বিলের বিরোধীরা মনে করেন যে , এই সংশোধিত বিল প্রচলিত প্রশাসনিক আইন , বিধিনিয়ম ও বেসামরিক পরিসেবা আইনের পরিপন্থী ।
যুক্তরাষ্ট্র বরাবরই ইংরেজীভাষী দেশ বলে বিবেচিত হলেও ইংরেজী কখনো মাতৃভাষা বা সরকারী ভাষার মর্যাদা পায় নি । এই সম্পর্কিত তর্কবিতর্ক একটানা কয়েক দশক ধরে চলে
|