বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রদের কর্মসংস্থানের চাপ প্রশমন এবং উচ্চশিক্ষার টেকসই বিকাশের জন্যে চীন যথোপযুক্তভাবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভর্তি বৃদ্ধির গতি নিয়ন্ত্রণ করবে , এখনকার ভর্তির মাত্রা স্থিতিশীল করে রাখবে এবং বিভিন্ন শাখা-প্রশাখার কাঠামোগত বিন্যাস আরো দ্রুততর করবে ।
গত শুক্রবার চীনের রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক সভা সূত্রে এই খবর পাওয়া গেছে ।
গত কয়েক বছরে চীনের উচ্চ শিক্ষার দ্রুত বিকাশ ঘটেছে এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভর্তির হার বেড়ে চলেছে । গত বছর চীনের সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো ৫০ লাখ ৪০ হাজার ছাত্র ভর্তি করেছে । এটা ছিল ১৯৯৮ সালের ৪.৭ গুণ । এখন চীনের বিভন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংখ্যা ২ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে । এ দিক থেকে পৃথিবীতে চীনের স্থান প্রথম । তবে চীনের উচ্চ শিক্ষা এখনো বহু সমস্যার সম্মুখীন । বিশেষ করে চীনের উচ্চ শিক্ষার মান এখনো পুরোপরিই আর্থ-সামাজিক বিকাশের চাহিদার সংগে সংগতিপূর্ণ নয় । কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিচালনার অবস্থা স্বচ্ছন্দ নয় । বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রদের কর্মসংস্থানের বিরাট চাপ রয়েছে
|