সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশঃ ১৯ মে ই ইউ'র অভ্যন্তরীণ বাজার ও পরিসেবা বিষয়ক কমিশনার চার্লি ম্যাকক্রিভী হংকংয়ে বলেছেন, চীন-ইইউ আর্থ সংলাপ পারস্পরিক আস্থা আর মৌলিক তথ্য আদান প্রদান প্রতিষ্ঠার প্রাথমিক গণ্ডীতে আবদ্ধ না থেকে এক নতুন ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করছে।
চলতি মাসের ১৫ তারিখ, চীন-ইইউ দ্বিতীয় অর্থ সংলাপ পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। দু'পক্ষ সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি ও বিশ্লেষণ, আর্থিক মুদ্রা নীতি, বিনিময় হার নীতি ইত্যাদি আলোচ্যবিষয় নিয়ে মত বিনিময় করেছে।
ম্যাকক্রিভী বলেন, চীন-ইইউ আর্থ সংলাপ ব্যবস্থা শুরু থেকেই সন্তোষজনক সাফল্য অর্জন করেছে। এই বছর দু'পক্ষ আর্থিক পরিসেবা, মেধা-স্বত্ব এবং সরকারী ক্রয় ইত্যাদি ক্ষেত্রে অধিকতরভাবে দ্বিপাক্ষিক সহযোগিতা ও আদান-প্রদান উন্নত করেছে। তিনি আশা করেন, মিলিত প্রচেষ্টায় চীন ও ই ইউ বিশ্বের অর্থনৈতিক কাঠামোয় আর্থ সংলাপ ত্বরান্তিত করবে।
|