১৮ মে ২৯তম আন্তর্জাতিক যাদুঘর দিবস । একই দিন পেইচিংয়ের নতুন রাজধানী যাদুঘর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । পেইচিংয়ে এটা ১৩১তম আনুষ্ঠানিক উন্মুক্ত যাদুঘর ।
খবরে প্রকাশ , একই দিন পেইচিং শহরের পুরাকীর্তি ব্যুরো টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে নতুন রাজধানী যাদুঘরে ৫শোটি মূল্যবান পুরাকীর্তি প্রবেশের অনুষ্ঠান দেখিয়েছে । এর সংগে সংগে পেইচিংয়ের বৃহত্তম প্রস্তর ভাস্কর্য পুরাকীর্তি , অষ্টাদশ শতাব্দিতে ছিং রাজবংশের ছিয়ান লুং সম্রাট আমলে ৪০ টনেরও বেশি ভারী একটি চিহ্নফলকও নতুন রাজধানী যাদুঘরে প্রদর্শন করা হচ্ছে ।
রাজধানী যাদুঘর ১৯৮১ সালে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় । এপর্যন্ত এই যাদুঘরে আড়াই লক্ষটি পুরাকীর্তি সংরক্ষিত হয়েছে ।
|