ইইউ ১৮ মে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো এবং অন্য ৩৫জন বিভিন্ন বিভাগের কর্মকর্তা যাবতীয় ধন-সম্পদ জব্দ করেছে এবং তাদের অর্থ ও অন্য সাহায্য দেয়া নিষিদ্ধ করেছে।
ইইউ'র মতে লুকাশেনকো ও অন ৩৫জন কর্মকর্তার ১৯ মার্চ বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যায্যতার জন্য দায়িত্ব স্বীকার করা উচিত। এবং তারা বেসামরিক ব্যক্তিদের ও বিরোধী দলের তত্পরতা জোর দিয়ে চাপা দেয়ার তত্পরতায় অংশ নিয়েছে।
কিন্তু কয়েক দিন আগে লুকাশেনকোর অফিস একটি বিবৃতিতে প্রকাশ করেছে যে, বিদেশে লুকাশেনকোর কোনো ধন-সম্পদ নেই। তালিকাভুক্ত অন্যান্য বেলারুশ কর্মকর্তা ইইউতের ধন-সম্পদও নিশ্চয় খুব কম। তাই ইইউ'র এবারকার ঘোষণা বাস্তব তাত্পর্যের চেয়ে প্রতীকী তাত্পর্যবেশী।
|