|
|
(GMT+08:00)
2006-05-19 19:05:17
|
পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসে প্রথম বার ক্রীড়াবিদদের জন্যে বিশেষ ব্যবস্থাযোগানোহয়েছে
cri
পেইচিং অলিম্পিক কমিশনের প্রতিবন্ধী অলিম্পিক বিভাগের পরিচালক জেন ছিও পিন ১৯ মে পেইচিংএ বলেছেন, ২০০৮ সালের পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ক্রীড়াবিদ আর প্রতিনিধি দলের কর্মকর্তাদেরর জন্যে আন্তর্জাতিক পরিবহণ ফি যুগিয়ে দেওয়া হবে এবং পেইচিং-এ থাকাকালে বিনা মূল্যেথাকা আর খাওয়ার ব্যবস্থা করা হবে। প্রতিবন্ধী অলিম্পিক গেমসের ইতিহাসে এটা হবে প্রথম। ২০০১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিশন আর আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে , ২০০৮ সালের অলিম্পিক গেমস থেকে শীতকালীণ অলিম্পিক গেমস সহ সকল অলিম্পিক সাংগঠনিক কমিশনের অলিম্পিক আর প্রতিবন্ধী অলিম্পিক গেমস আয়োজন করা উচিত। এই চুক্তিতে নির্ধারন করা হয়েছে, দুটো গেমসে অংশ গ্রহণকারী ক্রীড়াবিদ আর কর্মকর্তাদের পাওয়া সেবা আর মযার্দা সমান হওয়া উচিত। জেন ছিও পিন বলেছেন, ' পেইচিং অলিম্পিক গেমসে প্রথম বার এই চুক্তি কার্যকর করা হবে।
|
|
|