চীনের কেন্দ্রীয় আবহাওয়ার পূর্বাভাষ কেন্দ্র ১৯ মে প্রকাশিত একটি খবরে বলেছে যে, এই বছরে প্রথম টাইফুন "মুক্তা" ১৮ মে রাতে পূর্ব সাগরে প্রবেশ করার পর দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, এই টাইফুনের আঘাতে চীনের কুয়াংতোং ও ফুচিয়েন প্রদেশে কমপক্ষে ২৩ জন মারা গেছেন।
টাইফুন"মুক্তা"হচ্ছে এই বছরে চীনের প্রথম প্রবল ঝড়। তা ১৮ মে ভোরে চীনের উপকূলীয় দক্ষিণ-পূর্বাঞ্চলে পৌঁছায়। কুয়াংতোং ও ফুচিয়েন প্রদেশে ১০ লক্ষ মানুষকে জরুরীভাবে স্থানান্তরিত করা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতির অবস্থা এখন হিসাব করা হচ্ছে।
টাইফুন আঘাত হানার আগে চীনের গণ প্রশাসনিক দফতর আক্রান্ত প্রদেশগুলোকে অবহিত করেছে এবং সময়োচিতভাবে উদ্ধারের জরুরী পরিকল্পনা কার্যকরী করার আহবান জানিয়েছে, যাতে দুর্গত জনগণের মৌলিক জীবনযাত্রা নিশ্চিত করা যায়। চীনের ভূ-সম্পদ মন্ত্রণালয়ও প্রকাশিত জরুরী বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রদেশের উদ্দেশ্যে ঝড়চলাকালে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার দাবি জানিয়েছে।
|