১৯ মে ভোর চারটার সময় থেকে চীনের ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্পের বড় বাঁধের কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হয়েছে , ২০ মে ঢালাইয়ের কাজ শেষ হবে । এখন কংক্রিট ঢালাইয়ের কাজ ঠিকমতো চলছে ।
তিন গিরিখাত প্রকল্পের বড় বাঁধ হলো পৃথিবীতে বৃহত্তম কংক্রিট ঢালাইয়ের বাঁধ । এই বাঁধের উচ্চতা ১ শ' ৮৫ মিটার , দৈর্ঘ্য ২ হাজার তিন শ' মিটার । এই বড় বাঁধে মোট দু কোটি ৬৪ লাখ ৩০ হাজার কিউবিক মিটার কংক্রিট ঢালাই করা হবে ।
ইয়াংসি নদীর তিনগিরিখাত প্রকল্প পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুত প্রকল্প। পরিকল্পনা অনুসারে , এই প্রকল্প ২০০৯ সালে সম্পন্ন হবে । বর্তমানে তিন গিরিখাত প্রকল্পের নির্মাণকাজ সুষ্ঠুভাবে চলছে । প্রকল্পের বন্যা প্রতিরোধ , বিদ্যুত উত্পাদন ও নৌ-চলাচলের কাজ আংশিকভাবে শুরু হয়েছে ।
|