পিপল্স ডেইলী পত্রিকার একটি খবরে প্রকাশ , চীনের ক্ষমতাসীন পার্টি--চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য লি ছাং ছুন ১৮ মে বলেছেন , আফ্রিকান দেশগুলোর সঙ্গে সংহতি ও সাহায্য জোরদার করা চীনের স্বাধীন ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ । দক্ষিণ চীনের সেন চেন শহরে নামিবিয়ার সাবেক প্রেসিডেন্ট সাম নুজোমার সঙ্গে সাক্ষাত্কালে তিনি এই কথা বলেছেন ।
লি ছাং ছুন চীন ও আফ্রিকার ঐতিহ্যিক মৈত্রীর উচ্চ মূল্যায়ন করেছেন । তিনি বলেছেন , এ বছর হলো চীন ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী । আমি বিশ্বাস করি , চীন ও আফ্রিকার দেশগুলোর মিলিত প্রচেষ্টায় চীন ও আফ্রিকার মৈত্রী এক নতুন পর্যায়ে উন্নীত হবে । তিনি আরো বলেছেন , দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক প্রসার ত্বরান্বিত করা আর দু দেশের জনগণের বাস্তব কল্যানের জন্য চীন নামিবিয়ার সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাতে আগ্রহী ।
নুজোমা বলেছেন , নামিবিয়া চীনের সঙ্গে মৈত্রীকে গুরুত্ব দেয় এবং বরাবরই একচীন নীতিতে অবিচল । আর্থ-বাণিজ্য , প্রযুক্তি ও সম্পদ অনুসন্ধান প্রভৃতি ক্ষেত্রে নামিবিয়া চীনের সঙ্গে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা জোরদার করতে চায় । আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য চীন -আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষসম্মেলনের তাত্পর্য গুরুত্বপূর্ণ। এই শীর্ষসম্মেলন আফ্রিকান দেশ ও চীনের আদান-প্রদান ও সহযোগিতা বাড়াবে ।
|