|
|
(GMT+08:00)
2006-05-19 17:31:08
|
|
উ পাং কুওয়ের সঙ্গে রোমানিয়ার প্রেসিডেন্টের সাক্ষাত্
cri
১৮ মে রোমানিয়ার প্রেসিডেন্ট ট্রাইআন বাসেস্কু রাজধানী বুখারেস্টে সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুওয়ের সঙ্গে সাক্ষাত্করেছেন ।
সাক্ষাত্কারে প্রেসিডেন্ট বাসেস্কু বলেছেন , রোমানিয়ার এক চীন নীতিতে অবিচল থাকার মতাধিষ্ঠানের পরিবর্তন হবে না । রোমানিয়া আগের মতো ভবিষ্যতেও চীনের সঙ্গে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করবে এবং দু দেশের সৌহার্দ্যময় সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার প্রচেষ্টা চালাবে , যাতে দুদেশের ঐতিহ্যিক বন্ধুত্ব বংশপরম্পরায় বিকশিত হয় ।
চেয়ারম্যান উ পাং কুও বলেছেন , চীন একাদশ পাঁচশালা পরিকল্পনা শুরু করেছে , রোমানিয়া অচিরেই ই ইউর সদস্য দেশ হবে । এটা দুদেশের পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা আরো বাড়ানোর সুবর্ণ সুযোগ। আশা করি দু পক্ষের মিলিত প্রচেষ্টায় চীন ও রোমানিয়ার আর্থ-বাণিজ্যিক সহযোগিতা একটা নতুন পর্যায়ে উন্নীত হবে ।
এর আগে উ পাং কুও আলাদা আলাদাভাবে রোমানিয়ার প্রতিনিধি পরিষদ ও সিনেটের স্পীকারের সঙ্গে বৈঠক করেছেন এবং রোমানিয়ার সংসদ ভবনে ভাষণ দিয়েছেন । বৈঠকে উ পাং কুও বলেছেন , চীন বরাবরই রোমানিয়াকে নিজের ঘনিষ্ঠ বন্ধু মনে করে , রোমানিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা চীনের এক অবিচলিত নীতি ।
বৈঠকে দুই স্পীকার বলেছেন , চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন রোমানিয়ার পররাষ্ট্রনীতির একটি অংশ । রোমানিয়ার সংসদ চীনের জাতীয় গণ কংগ্রেসের সঙ্গে আদান-প্রদান ও সহযোগিতা আরো জোরদার করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করবে ।
উ পাং কুও রোমানিয়ার সংসদ ভবনে ভাষণ দেয়ার সময় চীন ও ইউরোপের সম্পর্কের ইতিহাস স্মরণ করেছেন এবং ই ইউর প্রতি চীনের নীতি ব্যাখ্যা করেছেন ।
|
|
|