২০০৬ সালের ইউরোপ-চীন সহযোগিতা ফোরাম ১৮ মে জেনিভায় অনুষ্ঠিত হয়েছে। এবারকার ফোরামের প্রধান আলোচ্য বিষয় হল: ' শিল্প-প্রতিষ্ঠানের উদ্ভাবন আর ইউরোপ-চীন অর্থনৈতিক সহযোগিতা'।
আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর্র চেয়ারম্যান, চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বৈদেশিক কমিশনের উপ মহা পরিচালক উ জিয়েন মিন ফোরামে ভাষণ দেওয়ার সময় বলেছেন, চীনের উন্নয়ন শান্তিমূলক এবং অন্যান্য দেশের সঙ্গে সাফল্য ভাগাভাগি করার এবং উভয়ের-বিজয়ের উন্নয়ন। চীনের উন্নয়ন অন্যদের প্রতি হুমকি সৃষ্টি করবে না বরং বিশ্বের শান্তি আর উন্নয়ন আরও ত্বরান্বিত করবে এবং অন্যন্য দেশের জন্য আরও বেশী উন্নয়নের সুযোগ যুগিয়ে দেবে। জেনিভার মেয়র টোরনারে বলেছেন, চীনের দীর্ঘকালের দ্রুত উন্নয়ন ইউরোপের দৃষ্টি আকর্ষণ করেছে। জেনিভা চীনের সংশ্লিষ্ট শহরগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক।
|