চীন-মেক্সিকো স্থায়ী দ্বি-জাতি কমিশনের দ্বিতীয় সম্মেলন ১৮ মে মেক্সিকো শহরে উদ্বোধন হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস এর্নেসতো দের্বেজের সঙ্গে সম্মেলনে অংশ নিয়েছেন।
সেইদিন দু'জন এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মিলিতভাবে সভাপত্বিত করেছেন এবং আলাদা আলাদাভাবে বাণী প্রকাশ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর চীন-মেক্সিকো দুদেশের প্রতিনিধি গ্রুপ করে একত্রে বেঠক করেছেন। লি চাও সিং দের্বেজের সঙ্গে রাজনৈতিক বৈঠক করেছেন।
চীন-মেক্সিকো দুদেশের সম্পর্ক অব্যাহতভাবে উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রের সুষ্ঠু সহযোগিতা অর্জিত হয়েছে, দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী তার প্রশংসা করেছেন। চীন-মেক্সিকো দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারি সম্পর্ক আরো গভীর করার জন্যে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। দুদেশ পারস্পরিক উপকারিতামুলক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান সম্প্রসারণ করবে, চীন ল্যাটিন আমেরিকা দেশগুলোর সম্পর্ক সার্বিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। দুপক্ষ অভিন্ন স্বার্থ জড়িত বিষয়ের আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে, এবং আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার রাজি করা হয়েছে।
|