ডেনমার্ক সরকার ১৮ মে ই ইউ কমিটির কাছে বলেছে যে, তারা একটি পারিবারিক হাঁস-মুরগী খামারে এইচ পাঁচ এন এক বার্ড ফ্লু সনাক্ত করেছে।
জানা গেছে, এই হাঁস-মুরগী খামার ডেনমার্কের ফুনেন দ্বীপে অবস্থিত। এই খামারে প্রায় ১০০টি মুরগী, হাঁস, রাজহংসী ও ময়ুর পালন করা হয়েছে।
বর্তমান, ডেনমার্ক সরকার প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে এই খামারে এইচ পাঁচ এন এক বার্ড ফ্ল আক্রান্ত হাঁস-মুরগী হত্যা করেছে। এবং এই প্রতিরক্ষা স্থানের চারদিকে পৃথকীকরণ এলাকা স্থাপন করেছে।
|