রোমানিয়ায় সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ১৮ মে রোমানিয়ার সংসদে রোমানিয়ার প্রতিনিধি পরিষদের স্পীকার বোগডান ওলটীনু ও সিনেটের স্পীকার নিকোলা ভাকারোইউ'র সঙ্গে আলাদা আলাদাভাবে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ চীন-রোমানিয়া সম্পর্কের উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেছে এবং দু'দেশের কংগ্রেসের আদানপ্রদানের ব্যাপারে একমত হয়েছে।
উ পাং কুও বলেছেন, চীন রোমানিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয়। চীন রোমানিয়াকে বিশ্বাসযোগ্য বন্ধু ও অংশীদার হিসেবে মনে করে। চীন রোমানিয়ার সঙ্গে মিলিত প্রয়াস চালিয়ে সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক। তিনি চীনের জাতীয় গণ কংগ্রেস রোমানিয়ার সিনেট ও প্রতিনিধি পরিষদের সঙ্গে আদানপ্রদান ও সহযোগিতা জোরদারের ইচ্ছা প্রকাশ করেছেন।
সিনেট ও প্রতিনিধি পরিষদের স্পীকাররা উভয় বলেছেন, রোমানিয়া-চীন সম্পর্ক হলো আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্ত নমুনা। রোমানিয়ার সিনেট ও প্রতিনিধি পরিষদ চীনের জাতীয় গণ কংগ্রেসের সঙ্গে আদানপ্রদান ও সহযোগিতা চালিয়ে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা ত্বরান্বিত করবে।
|