চীনে বিশ্বের আধুনিক মানসম্পন্ন আবহাওয়া সেবামূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে
cri
চীনের আবহাওয়া ব্যুর্রোর মহা পরিচালক ছিং ডা হো ১৮ মে পেইচিংএ বলেছেন, বিশ্বের আধুনিক মানসম্পন্ন আবহাওয়ার সেবামূলক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে চীন যথাসাধ্য প্রচেষ্টা চালাবে। তিনি ব্যাখ্যা করে বলেছেন, চীনের আবহাওয়া দুযোর্গের অনেক রকমারি আছে। প্রত্যেক বছর টাইফুন , ঝড়বৃষ্টি, বন্যা প্রভৃতি দুর্যোগে আক্রান্ত লোকসংখ্যা ৪০ কোটি পার্সেন টাইমসে দাঁড়িয়েছে। এতে ২০০ বিলিয়নেরেশী রেন মিন পির ক্ষয়ক্ষতি হয়। তিনি বলেছেন, আবহাওয়া ব্রতের উন্নয়ন আরও বিকশিত করার জন্যে এ ক্ষেত্রে চীনের আর্থিক বরাদ্দ আরও বাড়বে।
|
|