জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৭ মে গৃহীত একটি প্রস্তাবে সিরিয়ার উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদের ১৫৫৯ নম্বর প্রস্তাব অনুসারে লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, দু'দেশের সীমানা নির্ধারণ এবং দু'দেশের সীমান্তে অস্ত্রপাচার বন্ধ করার জন্যে তত্পরতা অবলম্বন করার আহবান জানানো হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, ২০০৪ সালে নিরাপত্তা পরিষদে লেবানন সমস্যা সম্পর্কিত গৃহীত ১৫৫৯ নম্বর প্রস্তাবে আরো কিছু ধারা এখনও সার্বিকভাবে কার্যকরী হয়নি। উল্লেখিত ধারা বাস্তবায়নের জন্যে প্রস্তাবে সংশ্লিষ্ট দেশের উদ্দেশ্যে লেবাননের সরকার, নিরাপত্তা ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে পুরোপুরিভাবে সহযোগিতা করার আহবান জানানো হয়েছে।
চীন ও রাশিয়া ভোটদানে বিরত ছিলো। জাতিসংঘস্থ চীনের উপ-প্রতিনিধি চাও ইশাং ভোটভুটির পর তাঁর ভাষণে বলেছেন, বর্তমানে লেবানন ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়পর্বে রয়েছে। যে কোনো বহিঃসাহায্যকে গঠনমূলক দিক থেকে বিবেচনা করা এবং নতুন অস্থিতিশী উপাদান এড়ানো উচিত।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একইদিন প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব অন্যায় এবং সিরিয়া ও লেবাননের স্বার্থের সঙ্গে অ-সঙ্গতিপূর্ণ। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া আশা করে, কোনো বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই সিরিয়া ও লেবাননের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে।
|