১৭ মে জাতি সংঘ মহাসচিব কফি আনান বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে প্রকাশিত একটি বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে ইন্টারনেটের নিরাপত্তা নিশ্চিত করা , তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির সুপ্ত শক্তি কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন ।
আনান বলেছেন , গোটা পৃথিবী ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে । ইন্টারনেট ব্যবস্থার প্রতি অপরাধীদের হামলা প্রতিরোধ করতে হবে , নেট নাগরিকদের ইন্টারনেটের প্রতি বিশ্বাস বাড়াতে হবে এবং ইন্টারনেটের ভূমিকা আরো বাড়ানোর প্রচেষ্টা চালাতে হবে । তিনি সদস্য দেশগুলোর প্রতি ইন্টারনেটের নিরাপত্তা নিশ্চিত করার এক আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ।
২০০৩ সালে বিশ্ব টেলিযোগাযোগ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রশংসা করার জন্য বিশ্ব টেলিযোগাযোগ দিবস নির্ধারিত হয় । আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন পৃথিবীর সবচেয়ে পূরনো আন্তর্জাতিক সংস্থা , ১৮৬৫ সালের ১৭ মে এই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ।
|