সি আর আইকে ভালবাসি
সি আর আই আমার খুব ভাল লাগে
সন্ধ্যা বেলায় যখন পাই পাশে,
বেতারের শুরুতে শুনি খবর
শুনে জুড়িয়ে যায় অন্তর।
সোম থেকে শুক্র পাই প্রতিবেদন
শনি রবি পাই চাওয়া পাওয়া ও সুরের ভূবন
চলুন আমরা সবাই বেরিয়ে আসি
বাড়িতে এসে না হয় চীনা শিখি।
রসনা বিলাসে খাবার বাঁধবো,
বিনোদনে বিজ্ঞান বিচিত্রা শুনবো।
মুখোমুখি হবো বৃহস্পতিবার
বুধবারে বেড়াবো জগত্ খেলার,
সোম, বুধ, শুক্র, রবি করবো মিতালী,
বৈষম্য ভূলে গিয়ে শুনবো কন্যা জায়া জননী।
বিশ্ব বিচিত্রাতে আছে বিশ্বের খবর,
চীনের বিশ্বকোষে শুনবো চীনের উপর নজর।
চীনে যেতে ইচ্ছে করে
কবে আমার স্বপ্ন সত্যি হবে।
সি আর আই এর অনুষ্ঠানে চীনকে জেনেছি,
সত্যি সত্যি সত্যি সি আর আইকে আমি ভালবেসেছি,
ওহ ভালবেসেছি।
---বাংলাদেশের বগুড়া জেলার ইমরুল হাসান
|