রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রে ১৭ মে পুলিশের একটি গাড়িবহর সশস্ত্র হামলার শিকার হয়েছে, এতে পাঁচ জন নিহত আর অন্য ছ' জন আহত হয়েছে।
স্থানীয় পুলিশ বলেছে, সেদিন সকালে চেচেন পুলিশের গাড়িবহর কুর্ছালয়ের একটি গ্রামের কাছাকাছি পৌঁছুলে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা হামলা চালায় । এর পর পর স্থানীয় পুলিশ হামলাকারীদের তল্লাশী অভিয়ান শুরু করে এবং সংশ্লিষ্ট ঘটনার কারণ তদন্ত শুরু করে।
আরো জানা গেছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের ইঙ্গুশেটিয়া প্রজাতন্ত্রে একইদিন একটি গাড়ি বোমা বিস্ফোরণে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিজাব্রেইল কস্তায়েভ সহ ৭জন নিহত হয়েছে।
|