জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৭ মে গৃহীত একটি প্রস্তাবে যে সিরিয়ার প্রতি লেবানেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছে , সিরিয়া তা তাত্ক্ষনিকভাবে প্রত্যাখ্যান করেছে।
১২ মে ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি দেশগুলোর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এই প্রস্তাবের পক্ষে ১৩টি ভোট পড়ে এবং দু'জন প্রতিনিধি ভোটদানে বিরত ছিলেন । এই প্রস্তাবে সিরিয়ার প্রতি লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, দু'দেশের মধ্যে সীমারেখা ভাগাভাগি করা আর ব্যবস্থা নিয়ে সিরিয়ার সীমান্ত দিয়ে অস্ত্রপাচার রোধ করার আহ্বান জানানো হয়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একইদিন একটি বিবৃতিতে বলেছে, সিরিয়া মনে করে , এসব প্রস্তাব সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতির ওপর হস্তক্ষেপ । সিরিয়া তা মেনে নিতে পারে না।
|