**চীনের মূলভূখন্ডের জনগণ তাইওয়ানে যেতে চাইলে পাসপোর্ট ভিসা করতে হবে?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালির ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এম এম গোলাম সারোয়ার
উঃ মূলভূভাগের অধিবাসী আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব দেখতে, পর্যটন করতে, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতিক , শিক্ষা, ক্রিড়া প্রভৃতি তত্পরতায় অংশ নিতে তাইওয়ানে যাওয়ার জন্য আবেদন করতে পারেন। মূলভূভাগের অধিবাসীরা স্থানীয় শহর বা জেলা পর্যায়ের পুলিশ ব্যুরোর ভিসা পরিচালনা বিভাগে গিয়ে সংশ্লিষ্ট কাজ করে। অনুমোদন পাওয়ার পর পুলিশ বিভাগ আবেদককে তাইওয়ানে যাওয়ার পর্যটন সার্টিফিকেট দেয়।
**বৃদ্ধদের জন্য চীন সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চূয়াডাঙ্গা জেলার উথলী বাজারের প্রগতি ওয়াল্র্ড রেডিও লিসনার্স ক্লাবের ডাইরেক্টর জোয়াদ কামাল
উঃ চলতি বছর হচ্ছে "চীনের বৃদ্ধদের অধিকারের নিশ্চয়তা বিধান আইন" প্রকাশের দশম বার্ষিকী। এই আইনটি ভালোভাবে কার্যকরী করা হচ্ছে চলতি বছরে চীনের বৃদ্ধ কাজকর্মের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।
নিখিল চীন সাধারণ শ্রমিক ইউনিয়ন বিশেষ করে অবসর-প্রাপ্ত কর্মচারী এবং অতি দরিদ্র জনসাধারণকে নানা পদ্ধতিতে জনশক্তি ও আর্থিক দিক থেকে পারস্পরিক সাহায্য দেয়, তাঁদের জীবনযাত্রায় যত্ন নেয়, অবসর-প্রাপ্ত কর্মচারীদের পারস্পরিক সাহায্যদান চিকিত্সা নিশ্চয়তা কার্যকরী করা হয়েছে, এর ফলে অবসর-প্রাপ্ত কর্মচারীদের চিকিত্সার ব্যয় ভার কমেছে।
জাতীয় বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন অধিদফতর সক্রিয়ভাবে বেতার ও টেলিভিশন ইত্যাদি তথ্য মাধ্যমে বৃদ্ধদের কার্যক্রম সম্প্রসারণ করেছে, চীনের বৃদ্ধ ব্রত ত্বরান্বিত করার জন্য সুষ্ঠু জনমত পরিবেশ সৃষ্টি করেছে।
লিয়াও নিং, হেই লুং চিয়াং, চিয়াং সু প্রভৃতি প্রদেশ বৃদ্ধবৃদ্ধাদের বৈধ অধিকার রক্ষার জন্য কার্য নেট প্রতিষ্ঠিত হয়েছে, বৃদ্ধদের অধিকার সুরক্ষার পরিসেবা হটলাইন চালু করা হয়েছে। বিভিন্ন অঞ্চলের আইন সংস্থা বিশেষ করে বৃদ্ধবৃদ্ধাদের জন্যে আইন পরামর্শ তত্পরতা চালিয়েছে। জেচিয়াং, সিয়া মেন ইত্যাদি প্রদেশ বা অঞ্চল সক্রিয়ভাবে সামাজিক শক্তি সংঘবদ্ধ করে দরিদ্র বৃদ্ধদের সমস্যা সমাধান করেছে। পেইচিং, ফুচিয়ান প্রভৃতি শহর বা প্রদেশ বৃদ্ধদের পরিসেবা দেয়ার জন্য স্বেচ্ছাসেবকদের সংগঠিত করেছে।
**২০০৫ সালে সি আর আই এর কোন্ বিভাগ সবচেয়ে বেশি চিঠি পেয়েছে? বাংলা বিভাগ মোট কত হাজার চিঠি পেয়েছে? চিঠির সংখ্যার দিক থেকে সি আর আই বাংলা বিভাগ কততম স্থানে আছে?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নরসিংদী জেলার বানিয়াছল বেতার বন্ধু সংসদের সভাপতি মোঃ হোসাইন মুসা, বগুড়া জেলার আদমদীঘির সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার জেলার শমশেরনগরের সূত্রধর রেডিও লিসেনার্স ক্লাবের সহ-সভাপতি প্রিয়তোষ সূত্রধর, মাগুরা জেলার মালাইনগরের দরিয়াপুর হাসপাতাল রোডের মসিউল আজম লিখন, চট্টগ্রাম জেলার সাতকানিয়ার নেট ওয়ার্ক রেডিও এন্ড টি ভি ফ্যান ক্লাবের চেয়ারম্যান মছরুর জুনাইদ
উঃ ২০০৫ সালে সি আর আই মোট ২১ লক্ষ ৭০ হাজারটি চিঠি পেয়েছে। এর মধ্যে তামিল বিভাগ সবচেয়ে বেশি চিঠি পেয়েছে। বাংলা বিভাগ ১ লক্ষ ৯০ হাজারাধিক চিঠি পেয়ে গোটা বেতারে চতুর্থ স্থানে রয়েছে।
|