১৭ মে চীনের তত্ত্বাবধান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , চীনের বিভিন্ন অঞ্চল আর বিভাগে বাণিজ্যিক দুর্নীতিজনিত ঘটনা নিয়ে তদন্ত চালানোর সঙ্গে সঙ্গে বাণিজ্যিক দুর্নীতি দমন ব্যবস্থার নির্মাণকাজ জোরদার হচ্ছে ।
বাণিজ্যিক দুর্নীতি দমন হচ্ছে এবছর চীন সরকারের দুর্নীতি দমনের একটি প্রধান কাজ । তত্ত্বাবধান মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন অঞ্চল আর বিভাগের উদ্দেশ্যে প্রকল্পের নির্মাণকাজ , ভূমি বিক্রয় , সম্পত্তি অধিকারের লেনদেন , ওষুধপত্রের ক্রয়-বিক্রয় আর সম্পদের উন্নয়ন ও বিক্রির ক্ষেত্রে বাণিজ্যিক দুর্নীতিজনিত ঘটনা নিয়ে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে । পরিসংখ্যান অনুযায়ী , বর্তমানে চীনের অভিশংসক বিভাগের উদ্যোগে চার হাজার তিন শতাধিক বাণিজ্যিক দুর্নীতিজনিত ঘটনা নিয়ে তদন্ত চালানো হচ্ছে ।
|