উ পাং কুও বুঝারেস্ট বুছারেস্ট পৌঁছে রোমানিয়ায় তাঁর আনুষ্ঠানিক সফর শুরু করছেন
cri
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ১৭ মে বিশেষ বিমানে রোমানিয়ার রাজধানী বুখারেষ্ট পৌঁছে রোমানিয়ায় তাঁর তিন দিনের আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। বিমান বন্দরে একটি লিখিত ভাষণে উ পাং কুও বলেছেন, চীন-রোমানিয়া সার্বিক সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা অংশীদার সম্পর্ক অব্যাহতভাবে সুসংবদ্ধ করা দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের অনুকূল।
|
|