 চীনের গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও রোমানিয়া, মল্দোভা,গ্রীস ও রাশিয়ার আমন্ত্রণে এই চারটি দেশে আনুষ্ঠানিক সফরের উদ্দেশ্যে ১৭ মে সকালে পেইচিংয়ে ত্যাগ করেছেন। এর সঙ্গে সঙ্গে তিনি মস্কোয় অনুষ্ঠিতব্য শাংহাই সহযোগিতা সংস্থার স্পীকার সম্মেলনে উপস্থিত থাকবেন।
জানা গেছে, এবারকার সফরের প্রসঙ্গ হলো পারস্পরিক আস্থা উন্নত করা, মৈত্রী সুসংবদ্ধ করা,সহযোগিতা গভীর করা এবং যৌথ উন্নয়ন সাধন করা। সফরকালে উ পাং কুও চারটি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
রোমানিয়ার সিনেট ও প্রতিনিধি পরিষদ ,মোল্ডোভার সংসদ, গ্রীসের সংসদের স্পীকারবৃন্দ এবং রাশিয়ার ফেডারেল পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রীয় দুমার চেয়ারম্যানের আমন্ত্রণে চেয়ারম্যান উ পাং কুও এই ১৫ দিনব্যাপী সফর শুরু করেছেন।
|