রাশিয়া সূত্রে জানা গেছে, ১৭ মে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ইনগুশেটিয়া প্রদেশে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। তাতে ৭জন নিহত, এর মধ্যে প্রাদেশিক উপ-স্বরাষ্ট্র মন্ত্রী জাব্রাইল কোস্টোয়েভ রয়েছেন।
জানা গেছে, বিস্ফোরণ স্থানীয় সময় সকাল ৮টায় ঘটেছে। তখন কোস্টোয়েভ অফিসে যাওয়ার পথে একটি গাড়ি কোস্টোয়েভের গাড়ি দলে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। কোস্টোয়েভ ঘটনা স্থলে মারা গেছেন। তার ড্রাভার ও একজন দেহরক্ষীও মারা গেছেন। এতে অন্য চার জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে।
|