চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান জু জি শিন ১৭ মে পেইচিংএ বলেছেন, চীনের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো নতুন পরিস্থিতির সঙ্গে পুরোপুরি খাপ খাচ্ছে না , এ জন্যে কঠোর ব্রত নিতে হবে।
চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আর বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যাগে আয়োজিত প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো সংস্কার সংক্রান্ত আন্তর্জাতিক ফোরামে জু জি শিন বলেছেন, গত ২৮ বছর ধরে অথার্ত চীনের সংস্কার ও উন্মুক্ততা নীতি চালু হওয়ার পর থেকে চীনের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামোর সংস্কারে কিছুটা অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু সরকারের কোনো কোনো মহলে কাজের গড়মসি ইত্যাদি সমস্যা রয়েছে। এ সব সমস্যা সমাধান করতে চাইলে চীন সরকারের অনেক করবার আছে।
|