|
|
(GMT+08:00)
2006-05-17 18:28:17
|
বিশ্ব সমাজের উদ্দেশ্যে আব্বাসের আহ্বান
cri
মধ্য প্রাচ্য পরিস্থিতির অবনতি প্রতিরোধ করার জন্য ১৬ মে ফ্রান্সের স্ট্রাসবুর্গে ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস ইইউ সহ বিশ্ব সমাজের উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনীদের পুনরায় সাহায্য প্রদান শুরু করার আহ্বান জানিয়েছেন। একই দিন জর্দান সরকারের যোগানোচতুর্থ কিস্তির মানবিক সহায়তা সামগ্রী পর পর জদার্ন নদীর পশ্চিম তীর আর গার্জা অঞ্চলে পৌঁছেছে।১৬ মে ইউরোপীয় সংসদে ভাষণ দেওয়ার সময় আব্বাস বলেছেন, ফিলিস্তিনীদের প্রতি সাহায্য বন্ধঅব্যাহত থাকলে ফিলিস্তিনের অর্থনীতি আর সামাজিক পরিস্থিতির আরও অবনতি ঘটবে এবং গোটা অঞ্চল আর পৃথিবীর উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে। তিনি ইইউর উদ্দেশ্যে হামাসের নেতৃত্বাধীন নতুন সরকারকে একটি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে এই নতুন সরকার বিশ্ব সমাজের দাবির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। আরেকটি খবরে বলা হয়েছে, জদার্ন সরকারের যুগিয়ে দেওয়া চতুর্থ কিস্তিরমানবতাবাদী সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে প্রধানত খাদ্য। এর পরিমাণ মোট ৪০০টনেরও বেশী।
|
|
|